আমাদের সম্পর্কে জানুন

Full width home advertisement

728

গৃহশিক্ষক দিচ্ছি

আমাদের বিশেষত্ব

Post Page Advertisement [Top]

728
adult-american-analyzing-1059111



গৃহশিক্ষক যশোর হলো হোম টিউটর দের ফেইসবুক ভিত্তিক এমন একটি কমিউনিটি যেখানে যশোরের সবচেয়ে দক্ষ ও অভিজ্ঞ গৃহশিক্ষকগণ একই প্লাটফর্মে অবস্থান করেন।
এই প্লাটফর্মে একই সাথে রয়েছেন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, বিভিন্ন কোচিংয়ের শিক্ষকগণ। এখানে রয়েছেন যশোরের সর্বোচ্চ বিদ্যাপীট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও যশোর মেডিকেল কলেজ এর বিভিন্ন বর্ষের শিক্ষার্থীগণ।
এখানে আরো রয়েছেন যশোর এম এম কলেজ, যশোর সিটি কলেজ, যশোর ক্যান্টনমেন্ট কলেজ ও যশোর মহিলা কলেজের শিক্ষার্থীবৃন্দ। এক ঝাঁক মেধাবী, উদ্যমী, নিষ্ঠাবান, দক্ষ ও অভিজ্ঞ মহিলা শিক্ষক আমাদের এই প্লাটফর্মকে দিয়েছে পূর্ণতা।
অভিভাবকগণের সকল ইচ্ছা ও চাহিদা কে পরিপূর্ন করার লক্ষ্যে আমাদের এই প্লাটফর্মের সৃষ্টি।
এছাড়া আমরা আমাদের এই প্লাটফর্মের মাধ্যমে যশোর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনার্স ও মাস্টার্স এ অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে টিউশন প্রদান করে থাকি।
যেটা তাদের ছাত্রজীবনের চলার পথকে আরো একটু মসৃন করে তোলে। তাদের নিজেদেরকে আত্ননির্ভরশীল হতে শেখায়। নিজে সুন্দরভাবে জীবনযাপনের পর কিছু কিছু ক্ষেত্রে তারা তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে পারে।
এক কথায় একটি টিউশন একজন শিক্ষার্থীর ছাত্রজীবনের গতিকে বাড়িয়ে দেয়।

আমাদের এই প্লাটফর্মের মূল উদ্দেশ্য হলো অভিভাবকগণের গৃহশিক্ষক পাওয়ার জন্যে বিভিন্ন হয়রানি থেকে মুক্তি দিয়ে তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ দক্ষ ও অভিজ্ঞ গৃহশিক্ষক প্রদান করা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনার্স ও মাস্টার্স  এ অধ্যয়নরত শিক্ষার্থীদের কে টিউশন প্রদান করা।
728

No comments:

Post a Comment

Featured Post

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গৃহশিক্ষক হিসেবে চান?

আপনি কি চান যে, আপনি আপনার সন্তানকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর নিকট পড়াবেন? যদি আপনি চান তবে আমাদেরকে ফোন...

StockSnap_KQHXTQZKGW

Bottom Ad [Post Page]